আরজিকর কাণ্ডে খুনি একজনই, চার্জশিটে জানাল সিবিআই
The killer in the RG Kar case is one, CBI said in the charge sheet

Truth Of Bengal: আরজিকর কাণ্ডে খুনি শুধু সঞ্জয়! চার্জশিটে এমনই জানল সিবিআই। আরজি করে তরুণীর চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ৫৮ দিন পর এই প্রথম চার্জশিট দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ধর্ষণ ও খুনের মামলায় একমাত্র অভিযুক্ত হিসাবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাইকে উল্লেখ করেছে তারা। সিবিআই-এর দাবি সঞ্জয় মত্ত অবস্থায় ধর্ষণ ও খুন করেছে।
সিবিআই-এর ওই চার্জশিটে বলা হয়েছে, এই ঘটনায় ২০০ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছে। সোমবার এই ২০০ পাতার মধ্যে সবে প্রথম চার্জশিট জমা হয়েছে। গত ৮ অগাস্ট আরজি করের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের রক্তাক্ত মৃতদেহ। পেশ করা চার্জশিটে কলকাতা পুলিশের দেওয়া তদন্ত রিপোর্টে সিলমোহর দিয়েছে সিবিআই। কলকাতা পুলিশও তাদের রিপোর্টে এই তথ্যয় দিয়েছিল যে, এই খুনের একমাত্র খুনি সঞ্জয় রাই। তারাও বলেছিল সঞ্জয় মত্ত অবস্থায় খুন এবং ধর্ষণের মত এমন নৃশংস কাজ করেছে।