কলকাতা

খুলতে হবে বেআইনি হোর্ডিং, সুপ্রিম কোর্টের পর হাইকোর্টেও ধাক্কা

The illegal hoarding should be opened, orders calcutta high court

Truth Of Bengal: হাইকোর্টে ফের ধাক্কা হোর্ডিং সংস্থার। বিধাননগরে বেআইনি হোর্ডিং খুলতে হবে, এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নোটিশ জমা দেওয়ার ৪৮ ঘন্টার মধ্যে হোর্ডিং সরানোর নির্দেশ। সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টে ধাক্কা সংস্থার। হাইকোর্টের নির্দেশে কোনও স্থগিতাদেশ নেই সুপ্রিম কোর্টের। নতুন করে হাইকোর্টে আবেদনের পরামর্শ দেন শীর্ষ আদালত। এরপরই নতুন করে হাইকোর্টের দ্বারস্থ হয় হোর্ডিং সংস্থা। বিধাননগর পুরসভাকে রিপোর্ট জানানোর নির্দেশ হাইকোর্টের। ৯ জানুয়ারি প্রধান বিচারপতির কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।

Related Articles