কলকাতা
Trending

বেড়েই চলেছে গরমের তেজ, বৃষ্টির জন্য চাতক-অপেক্ষা

The heat is increasing, the rain is eagerly waiting

The truth of bengal: একদিকে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। সেই সঙ্গে তেজ বাড়াচ্ছে সূর্যও। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে ঘুরছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রিতে। গরম থেকে বাঁচতে রাজ্যবাসী তাকিয়ে আকাশের দিকে। তীব্র গরমের মাঝে আশারবাণী শোনাল আবহাওয়া দফতর। রবিবার গোটা রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আছে। কিছুটা কমতে পারে তাপমাত্রা।

চড়চড়িয়ে বাড়ছে গরম। তাপমাত্রার পারদ প্রতিদিন বেড়েই চলেছে। চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। একদিকে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। সেই সঙ্গে তেজ বাড়াচ্ছে সূর্যও।  গরম থেকে বাঁচতে রাজ্যবাসী তাকিয়ে আকাশের দিকে। তীব্র গরমের মাঝে আশারবাণী শোনাল আবহাওয়া দফতর। রবিবার গোটা রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আছে। ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার দুপুরের পর থেকে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বৃষ্টির জন্য কিছুটা কমতে পারে তাপমাত্রা।

একদিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনি-রবিবার রাজ্যের ১০ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রিতে। সপ্তাহের শেষে ৪২ ডিগ্রিতেও পৌঁছতে পারে তাপমাত্রা। ইতিমধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহও শুরু হয়ে গিয়েছে। এবার  কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির আশেপাশে। তবে এই নাজেহাল অবস্থার মাঝে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শনিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ দিনাজপুর ও মালদায়। বাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও আবহাওয়া থাকবে শুষ্ক।

Related Articles