
The Truth of Bengal: জট কাটল গ্র্যান্ড হোটেলের হকার সমস্যা। আপাতত হাই কোর্টের নির্দেশ মেনেই দুই দিকে নয় এক দিকেই বসতে হবে হকার দের সিদ্ধান্ত টাউন ভেন্ডিঙ কমিটি। এদিন কলকাতা পৌর সংস্থায় টাউন ভেন্ডিঙ্গ কমিটির চেয়ারম্যান দেবাশীষ কুমারের সঙ্গে সদস্য দের বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে গ্র্যান্ড হোটেলের তলায় হকার দের কেন্দ্রীয় আইন মেনেই হকারি করতে হবে। অর্থাৎ এক তৃতীয় অংশে বসবে হকার রা আর বাকি অংশ পথযাত্রী দের জন্য ছেড়ে দিতে হবে। এই বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার কলকাতা পৌর সংস্থা , টাউন ভেন্ডিঙ কমিটির সদস্যরা এবং কলকাতা পুলিসের আধিকারিকরা দুপুরে দিকে গ্রান্ড হোটেল চপ্তর পরিদর্শন করবে বলে জানালেন মেয়র পরিষদ উদ্যান ও হকার পূর্নবাসন বিভাগের মেয়র পরিষদ তথা কমিটির চেয়ারম্যান দেবাশীষ কুমার।
তিনি জানান যে গ্র্যান্ড হোটেলের তলায় বৈধ ১১৬ জন হকার যারা ২০১৫ সাল থেকে একই জায়গায় হকারি করছেন তারাই গ্র্যান্ড হোটেলের তলায় বসতে পারবেন। তবে তাদের কে হকার আইন মেনেই একদিকে এক তৃতীয় অংশে বসতে হবে বলে জানান দেবাশীষ কুমার। এছাড়া এদিন বৈঠকে হাজির হকার সংগ্রাম কমিটি সাধারণ সম্পাদক এবং কমিটির অন্যতম সদস্য শক্তিমান ঘোষ জানান যে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী গ্র্যান্ড হোটেলের সমস্যা নিয়ে টাউন ভেন্ডিঙ কমিটি গম্ভীর । তাই আপাতত আজকের বৈঠকে সমস্যা সমাধানের সূত্রপাত বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
এছাড়া কমিটির আরো এক সদস্য দেবাশীষ চক্রবর্তী জানান যে কিছু কিছু জায়গায় গ্র্যান্ড হোটেল কর্তৃপক্ষ জায়গায় ছোট করার কাপড় দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করছে। যেটা আইনত করা যায় না বলে জানান তিনি। উল্লেখ্য ইতিমধ্যে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী গ্র্যান্ড হোটেলের সামনে থেকে সম্পূর্ন ভাবে হকার দের সরিয়ে দিতে হবে। আর এই নির্দেশের পরেই টাউন ভেন্দিঙ কমিটির আদালতে পার্টি হয়ে তাদের পক্ষ রেখেছিল বলে জানান তারা। ফলে একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করে এই সমস্যার সমাধান করার পক্ষ আগামীকাল থেকে অভিযান শুরু করবে কলকাতা পৌর সংস্থার, টাউন ভেন্দিঙ কমিটির সদস্য এবং কলকাতা পুলিসের আধিকারিক রা। ফলে সাময়িক ভাবে হলেও আপাতত গ্র্যান্ড হোটেলের বাইরে হকার সমস্যার সমাধান হতে পারে বলে আশাবাদী সব পক্ষ।