
The Truth of Bengal: গলায় জিআই তার জড়ানো অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার। রাস্তার পাশে বাঁশ বাগান থেকে উদ্ধার দেহ। ঘটনাস্থল রাজারহাট থানা এলাকার কাশীনাথপুর বাজারের অদূরে। ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিশ।মঙ্গলবার সকালে রাজারহাট থানা এলাকার কাশীনাথপুর বাজার সংলগ্ন রাস্তার পাশে একটি বাঁশ বাগান থেকে এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।
তার গলায় জি আই তার জড়ানো অবস্থায় ছিল। মৃতদেহর গায়ে জামা ছিল না। কালো প্যান্ট এবং পায়ে জুতো ছিল। এরপর স্থানীয়রা রাজারহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই এলাকাটি ঘিরে ফেলে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ওই যুবকের নাম পরিচয় কিছু জানা যায়নি।
পুলিশ এর প্রাথমিক অনুমান ওই যুবক লরির খালাশী হতে পারে। একটি লরি করে মার্বেল নিয়ে এসেছিলো। পরে খোঁজ চালিয়ে কাছেই রাস্তার পাশ থেকে লরিটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর ওই লরিতে থাকা দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খুনের সম্পর্কে তারা কি জানে? এই খুনে তাদের কোনো হাত আছে কিনা। যদিও মৃত ব্যক্তির নাম জানা যায়নি।