সন্দীপ ঘোষ সহ চার জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত
The court ordered the 14-day jail custody of four people including Sandeep Ghosh

Truth Of Bengal: আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও তিনজনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাঁরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত জেলে থাকবেন।
সোমবার সন্দীপ ঘোষ-সহ আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় ধৃত চারজনের শুনানি হয়েছে আলিপুরের সিবিআই বিশেষ আদালতে। বিচারক সুজিতকুমার ঝা চারজনের জেল হেফাজতের নির্দেশ দেন। সিবিআই দাবি করেছে, অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী এবং অন্য সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। এই যুক্তি শুনে বিচারক অভিযুক্তদের ৭ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। সন্দীপ ঘোষ ছাড়াও জেল হেফাজতে আছেন সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলি।
সিবিআই আরও দাবি করেছে, মোবাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক, মেমরি কার্ডসহ অন্তত ১৮টি ডিজিটাল ডিভাইসের ‘ক্লোনিং’ করা হয়েছে এবং সিবিআই সেগুলি খতিয়ে দেখছে। এই ডিভাইসগুলিতে থাকা নথি থেকে তদন্তে সাহায্য পাওয়া যেতে পারে।
উল্লেখ্য, গত ১৯ অগস্ট আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হন। সন্দীপের পাশাপাশি আফসর, বিপ্লব এবং সুমনও গ্রেফতার হন। অভিযোগ অনুযায়ী, সন্দীপ এই তিনজনকে হাসপাতালে বেআইনি সুবিধা দিয়েছিলেন। এরপর, ১৪ সেপ্টেম্বর চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ আবার গ্রেফতার হন। বিপ্লবের আইনজীবী তার মক্কেলের জামিনের আবেদন করেছেন, এবং ৩০ সেপ্টেম্বর সেই মামলার শুনানি হবে।