বদলে যাচ্ছে সমুদ্রের রং ! নেপথ্যে কোন কারণ ?
The color of the sea is changing! What is the reason behind?

The Truth Of Bengal: দিন দিন বদলে যাচ্ছে সমুদ্রের জলের রং। হঠাৎ এই বদল কেন ? নেপথ্য কোনও প্রাকৃতিক প্রভাব নাকি অন্যকিছু ? তারই সন্ধানে এবার গবেষণা শুরু করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সম্প্রতি একটি গবেষণা উঠে এসেছে। সেখানে স্পষ্ট লেখা রয়েছে, নিরক্ষরেখরা কাছাকাছি থাকা ট্রপিক্যাল রিজিয়ন বা ক্রান্তীয় এলাকরা সমুদ্রের রং সবুজ হয়ে উঠতে চলেছে। সাধারণত আমরা জানি সমুদ্রের রং নীল হয়। তবে সেই রং পরিবর্তিত হয়েই এবার হতে চলেছে গাঢ় সবুজ রং-এর। যদিও বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করার পর বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান, জলবায়ুর তারতম্যের জেরেই এমনটা হচ্ছে। পাশাপাশি, নেচার জার্নালে এই সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ পেয়েছে। সেখানে বিজ্ঞানীরা দাবি করেছেন, সমুদ্রের জলের রং বদলের অর্থ সমুদ্রের বাস্তুতন্ত্রে বদল ঘটছে। কারণ বাস্তুতন্ত্রের উপর নির্ভর করে সমুদ্রের চরিত্র বদলের বিষয়টি। উল্লেখ্য, আমেরিকার মাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ইংল্যান্ডের ন্যাশনাল ওলিয়ানোগ্র্যাফি সেন্টার এই গবেষণা করেছে। গবেষণায় বলা হয়েছে, এই রং বদলের জন্য শুধুমাত্র প্রাকৃতিক কারণ দায়ী নয়। এবার প্রশ্ন হল, আর কী কারণ রয়েছে এর পিছনে ? জলবায়ু পরিবর্তনও রয়েছে এর নেপথ্যে। তবে এই জলবায়ু পরিবর্তন শুধুমাত্র প্রাকৃতিক নয়, মনুষ্যসৃষ্টও বটে। তবে, হিসেব বলছে এখনও পর্যন্ত সমুদ্রের ৫৬ শতাংশ জলপৃষ্টের রং পরিবর্তিত হয়েছে। আর এই রং পরিবর্তন সমুদ্রের বাস্ততান্ত্রিক পরিবেশে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।