আর জি কর কাণ্ডে এবার পথে নামবেন মুখ্যমন্ত্রী, হাঁটবেন মৌলালি থেকে ধর্মতলা
The Chief Minister will get in the way in the R G kar case

Truth Of Bengal : আর জি কর মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদে তোলপাড় দেশ থেকে রাজ্য। গত শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চলছে আন্দোলন। জুনিয়র চিকিৎসকেরা ইতিমধ্যেই কর্মবিরতির ডাক দিয়েছেন। আপাতত বহির্বিভাগের যাবতীয় পরিষেবা বন্ধ রয়েছে। তৃণমূল কর্মীদের নির্দেশ অনুযায়ী জানা যায়, আগামী ১৭ অগস্ট থেকে এই প্রতিবাদ কর্মসূচি চলবে প্রতিটি ব্লকে এবং ওয়ার্ডে।
এই কর্মসূচি মূলত আন্দোলনে রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে এবং দোষীদের শাস্তির দাবিতে। তার আগে শুক্রবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই মিছিলে পা মেলাবেন। জানা যায় এই প্রতিবাদ কর্মসূচির র্যালিটি মৌলালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত চলবে। সেই উপলক্ষে আজ বিকেল ৩টে নাগাদ মৌলালিতে জমায়েতের ডাক দিয়েছেন। মিছিল শুরু হবে বিকেল ৪টে থেকে। ঠিক কী হয় সেই দিকেই নজর রয়েছে সবার।
প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় এবার মুখ খুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভয়ানক এই ধর্ষণ ও হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, দিনদিন সারা দেশের চিকিৎসা ব্যবস্থা এবং মহিলাদের নিরাপত্তাহীনতা যেন বেড়েই চলেছে। বৃহস্পতিবার রাতের ঘটনার পর প্রথম প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী এই মামলা পরিচালনার তীব্র সমালোচনা করেছিলেন এবং শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।