কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দেয়, আমরা বাজেটে কথা রাখি, বললেন মুখ্যমন্ত্রী
The central government made promises, we will keep them in the budget, said the Chief Minister

Truth Of Bengal: রাজ্য সরকার চলতি আর্থিক বছরের বাজেট পেশ করলো। বিধানসভা নির্বাচনের আগে বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হল বিধানসভায়। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চলতি আর্থিক বছরের বাজেট পেশ করলেন। এই বাজেটকে খুব ভালো বাজেট বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি প্রথমেই বলেন, ‘কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দেয়, আমরা বাজেটে কথা রাখি।’ এদিন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে আবারও সোচ্চার হোন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন ১০০ দিনের কাজের টাকা আবাস যোজনা টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। বাংলার প্রাপ্য টাকা থেকে বঞ্চনা করা হচ্ছে রাজ্যকে। বাংলা তার নিজস্ব রাজস্ব থেকে এই বাজেট তৈরি করেছে।
মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মা মাটি মানুষকে আমাদের অনেক ধন্যবাদ। নির্বাচন আসলেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। আমাদের বাজেটে সেটা আমরা করি না। আমাদের যতটুকু ক্ষমতা এবং আমাদের নিজস্ব রাজস্ব থেকে সেটা থেকেই আমরা করি। আবাস যোজনা টাকা আমরাই দেব। আমরা কাউকেই বঞ্চিত করতে চাইনা। ঐক্যশ্রী প্রকল্পে ৩৩ লক্ষ স্কলারশিপ হয়ে গেছে। মার্চের মধ্যে ৪৫ লক্ষ পেয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডারে ৫০ হাজার কোটি টাকা খরচ হয়। একটা পরিবারের একাধিক মানুষ ভান্ডার পান। আমাদের ৯৪টি প্রকল্প রয়েছে। আমরা আরও চার শতাংশ মহার্ঘ ভাতা দিলাম। স্বাস্থ্য সাথী প্রকল্পে রাজ্যে ৯ কোটি মানুষ উপকৃত হয়েছেন বলে জানান তিনি। ৩০ লক্ষ পঞ্চাশ হাজার মানুষ বার্ধক্য ভাতা পান।