কলকাতা

মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই ভাঙল তোরণ, আহত ২

The archway broke before the Chief Minister arrived, 2 injured

The Truth Of Bengal : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য অডিটোরিয়ামে আসার আগে ভেঙে পড়ল তোরণ। এই দুর্ঘটনায় আহ্ত হয়েছেন ২ জন। ঘটনাটি ধনধান্য অডিটোরিয়ামে ১ নম্বর গেটের কাছে ঘটেছে। আজ উত্তম কুমারের ৪৪ তম মৃত্যু বার্ষিকী। আর এই দিনে উত্তম কুমার স্মরণে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসার আগে দুর্ঘটনাটি ঘটে। যারা আহত হয়েছেন তাঁদের ইতিমধ্যেই এসএসকেএমের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী আসার আগে এই দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিন ভেঙে পড়া তোরণের নীচ দিয়েই যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। শেষ পর্যন্ত পাওয়া খবরে, দুর্ঘটনার প্রায় আধ ঘণ্টা পরে ওই পথেই ঢোকে মুখ্যমন্ত্রীর কনভয়।

আজ মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রয়েছে ওই স্টেডিয়ামে। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই অনুষ্ঠানে মহানায়ক সম্মান প্রদান করা হয়। প্রতি বছরের মতো এবারও এই সম্মান প্রদান করা হবে। সেই অনুষ্ঠান শুরুর আগেই বিপত্তি ঘটল। মুখ্যমন্ত্রীর আসার আগে তোরণ ভেঙে দুর্ঘটনা ঘটে। কী কারণে তোরণ ভাঙল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। ভেঙে যাওয়া তোরণের নীচ দিয়েই যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related Articles