কলকাতা

লেজার লাইটের বিপত্তি রুখতে পুরদপ্তরের দ্বারস্থ  বিমানবন্দর কর্তৃপক্ষ

The airport authority approached the city hall to prevent the danger of laser lights

The Truth Of Bengal: লেজার লাইটের বিপত্তি রুখতে রাজ্যকে চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষের। সম্প্রতি লেজার লাইট এর কারণে কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বেশ কয়েকটি বিমান। এই সমস্যা ঠেকাতে রাজ্যের পুর দপ্তরের দ্বারস্থ হলেন বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের আশপাশের এলাকায় লেজার লাইটের ব্যবহার পুরোপুরি বন্ধে রাজ্য প্রশাসনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্রের খবর, কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে সম্প্রতি চিঠি দেওয়া হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটকেও। বেশ কয়েক জন পাইলট লেজার লাইট নিয়ে অভিযোগ জানিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি লেজার লাইটের জন্যেই বেঙ্গালুরু থেকে কলকাতায় আসা বিমান দুর্ঘটনার মুখে পড়তে চলেছিল। অল্পের জন্যে রক্ষা হয়। একই রকম অবস্থা হয় ২৫ ফেব্রুয়ারি রাতেও। আবার ২৮ তারিখ আগরতলা থেকে কলকাতায় আসা ইন্ডিগোর একটি বিমানের পাইলট এ নিয়ে অভিযোগ করেন। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন বিমানবন্দর কর্তৃপক্ষ।

এয়ারপোর্ট অপারেশন কন্ট্রোল সেন্টারের কর্তারা চাইছেন, চিরতরে বন্ধ হোক লেজার লাইট। বিধাননগর পুলিশ কমিশনারেটের এক কর্তার বক্তব্য, ‘লেজার লাইটের ব্যবহার বন্ধে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’ বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য চাইছেন, পুলিশের পাশাপাশি পুরসভাগুলিও লেজার লাইটের ক্ষতিকর দিকগুলি মানুষের সামনে তুলে ধরুক।

FREE ACCESS

Related Articles