কলকাতা

‘রেমাল যোদ্ধা’-দের কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন ‘আমরা করব জয়’

Thanking 'Remal Jodha', Chief Minister wrote 'We will win'

The Truth of Bengal: রেমাল যোদ্ধাদের কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে লিখলেন, ‘আমরা করব জয়’। মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি। দুর্যোগ মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছিল প্রশাসন। সবাই একযোগে কাজ করে। আগে থেকে অনেক প্রস্তুতি নিয়ে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ায় বর বিপদ এড়ানো গিয়েছে। তাই অপেক্ষাকৃত কম প্রাণহানির ঘটনা ঘটেছে রেমাল তাণ্ডবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সন্ধ্যা থেকে সোমবার বিকেল পর্যন্ত সবকিছু তদারকি করেন।

সবার মিলিত চেষ্টায় রেমালের হাত থেকে বিরাট ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। যারা রেমাল মোকাবিলায় একযোগে কাজ কাজ করেন তাঁদের ‘রেমাল যোদ্ধা’ বলে আখ্যা দিয়েছেন মমতা। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে সেই রেমাল যোদ্ধাদের কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আমি ত্রাণের কাজ খুব কাছ থেকে দেখেছি। যারা এই বিপদে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সকলকে আমার তরফে কৃতজ্ঞতা।

রবিবার রাতে আছড়ে পড়ে রেমাল। রাজ্যে মোট আট জনের মৃত্যু হয়েছে। তবে এবার তুলনামূলক জীবনহানির সংখ্যা কম। এত বড় বিপর্যয়ে প্রাণহানি আটকানো গিয়েছে প্রশাসনিক তৎপরতায়। তার জন্য রাজ্য প্রশাসনকে আগেই প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যয়ে যারা মারা গিয়েছেন তাদের পরিবারবর্গকে সমবেদনা জানানা তিনি। মৃতদের নিকটজনের হাতে অবিলম্বে আর্থিক সহায়তা পৌঁছবে বলে আশ্বাস দেন। ফসলের ও বাড়িঘরের যা ক্ষয়ক্ষতি হয়েছে আইন-মোতাবেক সেই ক্ষতিপূরণের বিষয়টি এখনই দেখবে প্রশাসন। নির্বাচনী আচরণবিধি উঠে গেলে প্রশাসন বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখেবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এবার ‘রেমাল যোদ্ধা’-দের কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles