কলকাতা

ঠাকুরপুকুরে ফের বাস দুর্ঘটনা! আহত বহু

Thakurpur Bus Accident

The Truth of Bengal: বেহালা চৌরাস্তার কাছে ফের বাস দুর্ঘটনা। সোমবার সকালে ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডের কাছে দুটি বাসের মধ্যে ধাক্কা লাগে। ধাক্কায় আহত হয় একাধিক মানুষজন। বাসের মধ্যে থাকা বেশ কয়েকজন আহত হয়েছে। একই সঙ্গে রাস্তার ধারে থাকা এক ফল ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, কাকদ্বীপ-ডায়মন্ড রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২৩৫ নম্বর একটি বাসের পেছনে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সকালে ২৩৫ নম্বর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তখন পেছন থেকে কাকদ্বীপ-ডায়মন্ড রুটের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে ২৩৫-কে ধাক্কা মারে। যার ফলে সামনের তিনটি গাড়িও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। শেষে মেট্রোর পিলারে গিয়ে ধাক্কা লেগে বাসটি আটকে যায়। এই গাড়িগুলোর মধ্যে একটির ওপর বাসের চাকা উঠে যায় এবং ক্ষতিগ্রস্থ হয় একটি পুলিশের গাড়িও।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাসের যাত্রী ও রাস্তার ধারে থাকা ব্যবসায়ী মিলিয়ে মোট আহত ২১ জন। তাঁদের মধ্যে রাস্তার ধারে থাকা ফলবিক্রেতার অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান পুলিশ ও স্থানীয় মানুষেরা। এই দুর্ঘটনার জেরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক যানজট।

Free Access

Related Articles