রবিবারও তাপমাত্রা বইবে রাজ্যের ৩ জেলায়, দক্ষিণে নেই বৃষ্টির সম্ভাবনা
Temperatures will rise in 3 districts of the state on Sunday as well, no chance of rain in the south

Truth Of Bengal : ভরা চৈত্রেও গরমের দাপট কমছে না। প্রত্যেকদিন ১ থেকে ২ ডিগ্রি করে বেড়েয় চলেছে তাপমাত্রা। এ যেন চৈত্র মাস নয়, এখনই তাপমাত্রা ৪০ ডিগ্রির গন্ডি ছুঁয়ে ফেলেছে। তাহলে জ্যৈষ্ঠ মাস আসলে কি হবে? সেই আতঙ্কে দিন কাটাচ্ছে রাজ্যবাসী। গতকালই দমদম থেকে শুরু করে আসানসোল সব জায়গাতেই তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি জারি থাকবে তাপপ্রবাহ।
গতকালও হাওয়া অফিস দক্ষিণের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছিল। রবিবাসরীয় দিনে আজও তাপপ্রবাহ বইতে পারে দক্ষিণের তিন জেলায়। উত্তর থেকে দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সর্তকতা জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সাধারণ মানুষের পক্ষে এই তীব্র গরম সহ্য করা খুবই দুষ্কর। বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের এই গরমে বেশি কষ্ট হবে।
হাওয়া অফিস বারবার সতর্ক করছে বেলা ১১ টার পর থেকে বিকেল ৪ টে পর্যন্ত প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোবেন না। বেশি করে জল খেতে হবে। ডাবের জল শসা এ সমস্ত খাদ্য বেশি পরিমাণে খেতে হবে। তবে শরীরের জলের অভাব ঘটবে না।
কলকাতাতেও আগামী কয়েক দিন গরমে জায়গায় হাঁসফাঁস করবে শহরবাসী। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছে যার স্বাভাবিকের তুলনায় ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহর এবং দক্ষিণের একাধিক জেলায় গরমের দাপট থাকলেও উত্তরে আপাতত গরম নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। গতকালও দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টিপাত হতে দেখা দিয়েছে আজও দার্জিলিং এ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।