কলকাতা

মার্চের শুরুতে তাপমাত্রা পৌঁছবে ২৫ ডিগ্রি সেলসিয়াসে,পূর্বাভাস হাওয়া অফিসের

Temperatures to reach 25 degrees Celsius in early March, forecast by Meteorological Office

Truth Of Bengal : চলছে ফাল্গুন মাস, গত সপ্তাহেও অল্পবিস্তর বৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। তবে সোমবার থেকেই রৌদ্র ঝলমলে আবহাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর এখনও পর্যন্ত আর কোন বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। দক্ষিণ বঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দক্ষিণ বঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি দার্জিলিং এ আরও একবার তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোম এবং মঙ্গলবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৫ দিন তাপমাত্রার কোন হেরফের হবে না। সপ্তাহান্তে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকি মার্চ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসে।

অন্যদিকে বৃহস্পতিবার ও শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। আগামী কয়েক দিন কুয়াশার চাদরে ঢাকতে চলেছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের আরও অনেক অঞ্চল। কেবল উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কুয়াশার দেখা মিলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related Articles