কলকাতা

ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আগামীকাল থেকেই ঊর্ধ্বমুখী হবে পারদ

Temperatures likely to rise again, mercury to rise from tomorrow

Truth Of Bengal : একদিনে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস কমে গেল শহরের সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল স্বাভাবিকের তুলনায়। রবিবার একটু স্বস্তিতেই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারপর ফের পারদ চড়ার সম্ভাবনা।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক ক্ষেত্রে ৯.২ ডিগ্রি কম। তার আগের দিনের শহরে তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা কমেছে স্বাভাবিক ক্ষেত্রে ৩.৫ ডিগ্রি কম। ঝড় বৃষ্টির কারণেই তাপমাত্রা কমেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আরো ৩ থেকে ৪  ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা আছে। তারপর ২৪ ঘন্টায় আর কোন তাপমাত্রা পরিবর্তন হবে না। রবিবারের পর থেকেই পারদ চড়তে শুরু করবে। ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

রবিবার কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে রাজ্যের সব প্রান্তে। রবিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় বৃষ্টির জেরে হলুদ সর্তকতা জারি করা হয়েছে আর তারপর থেকেই হাওয়া বদল এর সম্ভাবনা রয়েছে বঙ্গে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের উপকূলে ঢুকে যাওয়ায় এরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যে।

Related Articles