বেনিয়ম রুখতে কলকাতা ও জেলায় সারপ্রাইজ ভিজিট, নির্দেশ মুখ্যমন্ত্রী
Surprise visits to Kolkata and districts to prevent irregularities, CM orders

Truth Of Bengal: কলকাতা ও জেলায় জেলায় একাধিক হোটেল নিয়ম না মেনে চলছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকছে না যথাযথ। দমকল পুলিশ বা পুরসভার সঠিক অনুমোদন না নিয়ে চলছে হোটেল। শুধু অর্থ রোজগার তাদের নেশা হয়ে দাঁড়িয়েছে। মানুষের জীবনের কথা ভাবছে না। যাতায়াতের সিঁড়ি পর্যন্ত কাজে ব্যবহার করা হচ্ছে। যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
অগ্নি নির্বাপন ব্যবস্থা বছরের পর বছর পুনঃনবীকরন করা হয় না। নিয়ম না মেনে দিব্যি চলছে এইসব হোটেল। এইসব বিনিয়ম রুখতে এবার রাফ অ্যান্ড টাফ হচ্ছেন মুখ্যমন্ত্রী। মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ১৪ জনের। একাধিক অনিয়ম নজরে এসেছে। দিঘা থেকে ফিরেই ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। আর ঘটনাস্থল পরিদর্শনের পর একাধিক কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী পুলিশ দমকল ও পুরসভাকে নির্দেশ দিয়েছে সারপ্রাইজ ভিজিট করার। কলকাতা ও জেলায় জেলায় এই সারপ্রাইজ ভিজিট করার নির্দেশ দিয়েছেন তিনি। যেখানেই অনিয়ম ধরা পড়বে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের জীবনের কথা কেউ ভাবছেন না। শুধু মুনাফার লোভে ছুটছেন। এই অন্যায় আর বরদাস্ত করা হবে না। যেখানে অনিয়ম ধরা পড়বে লাইসেন্স বাতিল হবে।