অভিষেকের কন্যাকে হুমকি মামলায় সুপ্রিম কোর্টের কড়া অবস্থান
Supreme Court takes a tough stand on Abhishek's daughter threat case

Truth of Bengal: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে হুমকির ঘটনায় সুপ্রিম কোর্টে চরম ভর্ৎসনার মুখে পড়লেন অভিযুক্তদের আইনজীবীরা। সোমবার এই মামলার শুনানিতে পালটা হলফনামা জমা দেওয়ার জন্য অভিযুক্তদের পক্ষ থেকে ৬ সপ্তাহ সময় চাওয়া হয়। তবে শীর্ষ আদালত এত দীর্ঘ সময়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে এবং মাত্র সাত দিনের সময়সীমা নির্ধারণ করে দেয়।
এদিন রাজ্যের পক্ষ থেকে আদালতের নির্দেশ মেনে সাতজন আইপিএস অফিসারের একটি তালিকা জমা দেওয়া হয়েছে। এই তালিকায় পাঁচজন মহিলা অফিসার রয়েছেন, যাঁদের কেউই বাংলার বাসিন্দা নন। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার, ২৫ নভেম্বর।
মাস খানেক আগে আর জি কর মেডিক্যাল কলেজ সংক্রান্ত একটি মিছিল থেকে অভিষেকের নাবালিকা কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওঠে। অভিযুক্ত রেবেকা খাতুন মোল্লা ও রমা দাসকে গত সেপ্টেম্বরে গ্রেপ্তার করে পুলিশ। তবে পুলিশি হেফাজতে শারীরিক নিগ্রহের অভিযোগ তুলে অভিযুক্তরা হাই কোর্টের দ্বারস্থ হন।
অভিযোগ ছিল, দুই পুলিশকর্মী সুব্রত দাস ও ডলি ঝা তাঁদের উপর নির্যাতন করেছেন। এই অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে। কিন্তু পরে হাই কোর্ট এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়।সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে গেলে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। এছাড়াও, সিটের উপরেও স্থগিতাদেশ দেওয়া হয়।
সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে, এই মামলার তদন্তের জন্য সাতজন আইপিএস অফিসারের একটি দল গঠন করতে হবে। এই অফিসারদের মধ্যে অন্তত পাঁচজন মহিলা হতে হবে এবং তাঁদের জন্ম ও বাসস্থান বাংলার বাইরে হতে হবে।সোমবারের শুনানিতে এই নির্দেশ মেনে রাজ্য সাতজন আইপিএস অফিসারের তালিকা জমা দেয়। এখন নজর থাকবে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে কী সিদ্ধান্ত নেওয়া হয়।