২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
Supreme Court orders 25 percent DA

Truth Of Bengal: ২৫ শতাংশ ডিএ দিন। আগস্ট মাসের পরবর্তী শুনানি ধার্য করছি। নির্দেশ সুপ্রিম কোর্টের। মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে, পর্যবেক্ষণ বিচারপতির। রাজ্য সরকারের পক্ষ থেকে শুনানিতে বলা হয় ৫০ শতাংশ ডিএ দেওয়া সম্ভব না।
২৫ শতাংশ ডিএ দিন, নির্দেশ সুপ্রিম কোর্টের pic.twitter.com/idOsXpRhHG
— TOB DIGITAL (@DigitalTob) May 16, 2025
এত বিপুল টাকা, রাজ্যের পক্ষে এই বিপুল অংকের টাকা এই মুহূর্তে দিতে গেলে সরকারকে বিপাকে পড়তে হবে। রাজ্য আর্থিকভাবে বেহাল হয়ে পড়বে। সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষের আইনজীবী বলেন, এটা কোন সাংবিধানিক অধিকার নয়। সওয়াল করেন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি। রাজ্যকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। রাজ্য সরকারি কর্মচারীরা তাদের পাওনা ডিএ-র দাবি জানিয়ে আসছেন। তবে রাজ্য সরকার প্রথম থেকেই জানিয়ে আসছে এটা সাংবিধানিক কোনও অধিকার নয়। তবে সব সময় সরকারি কর্মচারীদের পাশে আছে সরকার। তাদের ডিএ যথাসময়ে দিতে রাজ্য সরকার উদ্যোগী।
শুক্রবার সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলার শুনানি। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। ডিএ মামলার অন্তর্বর্তী রায়ে জানিয়ে দুই বিচারপতি জানিয়ে দেন, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ এখনই মেটাতে হবে রাজ্যকে।