উচ্চ মাধ্যমিকে কড়া নিয়ম! কি কারণে হবে পরীক্ষা বাতিল? জানাল পর্ষদ
Strict rules in high school! What are the reasons for canceling the exam? Janal Parsad

Truth Of Bengal : আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। দফায় দফায় চলছে প্রতিবাদ কর্মসূচী। কখনও মোমবাতি জ্বালিয়ে নিরবে আবার কখনও স্লোগান তুলে গর্জে উঠেছে গোটা বাংলা। এই আবহে উচ্চ মাধ্যমিকে বড়সড় বদল আনতে চলছে সংসদ। কী সেই বদল?
জানা যাচ্ছে, এবার থেকে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রে কেউ যদি কোন রাজনৈতিক স্লোগান লেখে তাহলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ পদক্ষেপ করা হবে। এমনই জানাল সংসদ। উত্তরপত্র বা OMR শিটে রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিল করতে পারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুধু তাই নয়, যে সমস্ত ছাত্র- ছাত্রীরা টুকলির ওপর নির্ভর করে পরীক্ষা দিতে যায় তাদের জন্য রয়েছে বড় দুঃসংবাদ। টোকাটুকি ও পরীক্ষার ঘরে নকল রুখতে আরও কড়া হতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। টুকলি রুখতে আসছে ২৫ দফা নিয়ম!
ঠিক কী কী কারনে পরীক্ষা বাতিল করা হবে অথবা পরীক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে তার জন্য ইতিমধ্যেই ২৫ দফা নিয়ম তৈরি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
- উত্তরপত্রের সঙ্গে টাকা রাখলে।
- উত্তরপত্রে হাতের লেখার কোনরকম কোন পরিবর্তন ধরা পড়লে।
- উত্তরপত্রে অন্য কোন প্রসঙ্গ লিখলে।
- OMR শিটে নিজের পরিচয় সম্পর্কে জানালে।
- পরীক্ষার হলে সহপাঠীদের সঙ্গে গন্ডগোল করলে।
- নিজের নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ভুল লিখলে।
- পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ভেনু সুপারভাইজারদের অকারণে বিরক্ত করলে।