‘নবান্ন অভিযান’কে কেন্দ্র করে পুলিশের কড়া তৎপরতা; কলকাতার একাধিক রাস্তায় বন্ধ যান চলাচল
Strict police activity centered on the Nabanna Abhijan Several roads in Kolkata are closed for traffic

Truth Of Bengal: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামীকাল নবান্ন অভিযান এর ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। কার্যত নিরাপত্তায় জোর দিচ্ছে প্রশাসন। বিশৃঙ্খলা এড়াতে ২০০০ এর বেশি পুলিশ মোতায়েন থাকবে বলে আগেই জানিয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। আজও নবান্নে বৈঠক করেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ বার্মা। নবান্ন অভিযান ঘিরে কলকাতা ও হাওড়ায় অপ্রতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হচ্ছে যথেষ্ট ব্যবস্থা।
মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন রাস্তায় বিধিনিষেধ চালু করা হচ্ছে বলে খবর। ঐদিন ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত কলকাতার রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র জরুরি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী গাড়িগুলিকে ছাড় দেওয়া হবে বলে খবর। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বলেও যান যাচ্ছে। জেসমদ রাস্তা দিয়ে নবান্নে আসা যাবে সেই রাস্তাগুলির ওপর বেশি নজরদারি রাখতে চলেছে রাজ্য পুলিশ।
যে সমস্ত রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা জেনে নিন :
দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়ার বিভিন্ন রাস্তাতে টহল দেবে পুলিশ। খিদিরপুর রোড, রিমাউন্ট রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড, কোল বার্থ রোড, ফিডার রোডে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। রেড রোড, জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভেনিউ, ডাফরিন রোড, মেয়ো রোড, ক্যাথিড্রাল রোড, এজেসি বোস রোডে যান নিয়ন্ত্রণ করবে পুলিশ। এছাড়া যান নিয়ন্ত্রণ থাকবে হাওড়া ব্রিজ, ব্র্যাবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড, এস এন ব্যানার্জি রোড, কলাকার স্ট্রিট, কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটেও।