
The Truth of Bengal: রান্নার গ্যাস নিয়ে ফের বিপদে পড়লেন গ্রাহকরা। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, উজ্জ্বলা যোজনা এবং সাধারণ গ্রাহকদের এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি বজায় রাখতে চাইলে ডিলার অফিসে গিয়ে বায়োমেট্রিক দিয়ে কেওয়াইসি জমা দিতে হবে। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে এই কেওয়াইসি জমা না করালে বন্ধ হয়ে যাবে ভর্তুকি।পেট্রোলিও মন্ত্রকে তরফে জানানো হয়েছে, আইওসিএল, বিপিসিএল এবং এইচপিসিএল এর মত বিভিন্ন রাষ্ট্র সংস্থার কাছে সম্পূর্ণ নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
ইতিমধ্যে ডিলাররা বায়োমেট্রিক দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন। শনিবার থেকেই কলকাতার সহ সংলগ্ন বিভিন্ন জেলাগুলিতে বায়োমেট্রিক জমা দেওয়ার জন্য তৎপরতা দেখা গিয়েছে। জানা যাচ্ছে বায়োমেট্রিক তথ্য রিভিফিকেশন করার জন্যই কেন্দ্রীয় তরফে এই নির্দেশ জারি করা হয়েছে। বর্তমানে গ্যাসের ভর্তির টাকা সরাসরি আধার কার্ড নম্বরের মারফত গ্রাহকদের ব্যাংক একাউন্টে গিয়ে জমা হয়।
তবে বহু ক্ষেত্রেই আধার কার্ড নম্বরের বিভিন্ন সমস্যা দেখা যায়। ফলে তো এই বিষয়টিকেই সম্পূর্ণ নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক তথ্য দিয়ে নতুন করে জমা দিতে হবে কেওয়াইসি। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই কাজের সময়সীমা বেধে দিয়েছে কেন্দ্রীয় সরকার।এই নির্দেশের ফলে গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে বলছেন, এই নির্দেশের ফলে তাদের ভোগান্তিতে পড়তে হবে। এদিকে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিরোধীরা। তারা বলছেন, এই সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।