কলকাতারাজ্যের খবর

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট, হলুদ সতর্কতা জারি

Storm and rain prevail in South Bengal, yellow alert issued

Truth Of Bengal: বর্তমানে পশ্চিমবঙ্গের আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যাচ্ছে। টানা বৃষ্টিপাতের ফলে রাজ্যের সর্বত্র তাপমাত্রা কিছুটা কমেছে। এই প্রবণতা চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হরিয়ানা থেকে উত্তর-পূর্ব অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং একাধিক ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তও এই বৃষ্টির প্রবণতা বাড়াচ্ছে।

আজ মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায়।  এইসব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ৫০-৭০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। এজন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির প্রভাবে ইতিমধ্যেই তাপমাত্রা হ্রাস পেয়েছে। বুধবারের মধ্যে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদহ ও কালিম্পংসহ অন্যান্য জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার বেগ হতে পারে ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টা।

Related Articles