কলকাতা

চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কিনবে সরকার

State stands by farmers, government will directly purchase potatoes

Truth Of Bengal: এবার আর আলুর দাম পড়ে যাওয়ায় মাথায় হাত দিতে হবেনা চাষিদের। রাজ্যের চাষিদের ক্ষতি রুখতে সরাসরি তাঁদের কাছ থেকে আলু কেনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কৃষি বিপণন দফতরের নির্দেশ অনুযায়ী, চাষিরা কুইন্টাল প্রতি ৯০০ টাকা করে পাবেন, অর্থাৎ প্রতি কেজি আলুর দাম পড়বে ৯ টাকা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জেলাগুলিতে এই ব্যবস্থা কার্যকর থাকবে। চাষিরা নির্দিষ্ট প্রমাণপত্র দেখিয়ে রাজ্যের কাছে আলু বিক্রি করতে পারবেন। হিমঘর কর্তৃপক্ষের মাধ্যমে এই কেনাকাটি হবে, এবং প্রয়োজনে হিমঘর মালিকরা ব্যাঙ্ক থেকে ঋণও নিতে পারবেন।

একজন চাষির কাছ থেকে সর্বোচ্চ ৩৫ কুইন্টাল (প্রায় ৭০ বস্তা) আলু কেনা হবে। সব মিলিয়ে রাজ্য সরকার ১২টি জেলা থেকে প্রায় ১১ লক্ষ মেট্রিক টন আলু কিনবে। এই জেলাগুলি হল— পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর।

কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এবছর রাজ্যে প্রায় ১৪০ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। তাই আগেভাগেই চাষিদের স্বার্থরক্ষা করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে। বিডিওদের তত্ত্বাবধানে হিমঘর ভিত্তিক চাষিদের তালিকা তৈরি করা হবে। যেসব চাষিরা সরকারকে আলু বিক্রি করতে চান, তাঁদের কৃষক বন্ধু প্রকল্প, কিষান ক্রেডিট কার্ড, জমির নথি বা বাংলা শস্য বিমার কাগজপত্র জমা দিতে হবে।

সূত্রের খবর, ৭ জুন থেকে হিমঘর কর্তৃপক্ষ চাষিদের কাছ থেকে কেনা আলু বিক্রি শুরু করবেন। প্রতি সপ্তাহে মোট মজুত আলুর ৫ শতাংশ করে বিক্রি করতে হবে। কৃষি বিপণন দপ্তর আলুর বন্ডের দাম ১০৬২ টাকা প্রতি কুইন্টাল নির্ধারণ করেছে। যদি বাজারে দাম কমে যায়, তাহলে সরকার হিমঘর মালিকদের ক্ষতিপূরণ দেবে।

সরকার সরাসরি আলু কিনলে প্রতি কুইন্টালে ১৫০১ থেকে ১৫০৫ টাকা করে দেওয়া হবে। এই উদ্যোগ চাষিদের বড় ক্ষতির হাত থেকে বাঁচাবে এবং ন্যায্য দাম নিশ্চিত করবে বলে মনে করছে কৃষি দপ্তর।

Related Articles