কলকাতা

শিল্প বিনিয়োগে গতি বাড়াতে রাজ্যের উদ্যোগ, গঠিত হল সিনার্জি কমিটি

State initiative to boost industrial investment, Synergy Committee formed

Truth Of Bengal: রাজ্য সরকার শিল্পে বিনিয়োগের গতি বাড়ানোর জন্য তৎপরতা শুরু করেছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে যে বিনিয়োগ প্রস্তাব এসেছে, তা দ্রুত কার্যকর করতে ‘স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটির মূল উদ্দেশ্য হল শিল্পে বিনিয়োগ এবং ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে আরও মসৃণ ব্যবস্থা তৈরি করা।

এ বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এই প্রস্তাবগুলি দ্রুত বাস্তবায়ন করার জন্যই এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থকে নেতৃত্বে রেখে ১৮ সদস্যবিশিষ্ট এই কমিটিতে শিল্প, অর্থ, বিদ্যুৎ সহ একাধিক দপ্তরের সচিবরা অন্তর্ভুক্ত রয়েছেন। রাজ্যের শীর্ষ পুলিশ কর্মকর্তারাও এই কমিটিতে থাকবেন।

এই সিনার্জি কমিটি বিনিয়োগের প্রস্তাব এবং ব্যবসায়িক পরিষেবাগুলির জন্য একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম তৈরি করবে। প্রস্তাবগুলি অনলাইনে জমা দেওয়া যাবে এবং প্রয়োজনীয় অনুমতিগুলি দ্রুত দেওয়া হবে। অনেক ক্ষেত্রে, বিনিয়োগের অনুমতির জন্য এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরতে হয়, কিন্তু এবার সেই সমস্যা দূর করতে এই কমিটি কাজ করবে। তারা ১৪ দিন অন্তর পর্যালোচনা সভা করবে এবং কাজের অগ্রগতি দেখভাল করবে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, গত সাতটি বাণিজ্য সম্মেলনে মোট ১৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে ১২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ ইতিমধ্যে হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবারের সম্মেলনের প্রস্তাবগুলিও দ্রুত বাস্তবায়িত হবে। শীঘ্রই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

Related Articles