এগিয়ে এল গরমের ছুটি, দিনক্ষণ প্রকাশ করল রাজ্য শিক্ষা দফতর
State Education Department Announces Summer Vacation Dates

Truth of Bengal: তীব্র গরম ও তাপপ্রবাহের প্রভাবের কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে আগাম গরমের ছুটি ঘোষণা করল স্কুল শিক্ষা দফতর। শুক্রবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল থেকেই গরমের ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত।
এবছর গ্রীষ্মের প্রকোপ অনেক বেশি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, এবছর গরমের ছুটি আগে ঘোষণা করা হবে। সেই অনুযায়ী শুক্রবার স্কুল শিক্ষা দফতর মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে বিষয়টি জানিয়ে দেয়।
এগিয়ে এল গরমের ছুটি, দিনক্ষণ প্রকাশ করল রাজ্য শিক্ষা দফতর pic.twitter.com/oyvGThl3BE
— TOB DIGITAL (@DigitalTob) April 11, 2025
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গরমের ছুটির কারণে পঠন-পাঠনে কোনওরকম বিঘ্ন ঘটলে, স্কুল খোলার পর অতিরিক্ত ক্লাস করিয়ে তা পূরণ করা যেতে পারে। চলতি শিক্ষাবর্ষে সরকারি স্কুলগুলিতে ১১ দিন ছুটি নির্ধারিত ছিল। তবে দাবদাহের কারণে সেই ছুটি কিছুটা আগেভাগেই দেওয়া হচ্ছে।
আজ, প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার মৃত্যুতে রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করে নবান্ন। এর পর গুড ফ্রাইডে এবং বাংলা নববর্ষ উপলক্ষেও ছুটি রয়েছে। ফলে গরমের ছুটির আগেই বেশ কয়েকদিন ছুটির সুযোগ পাচ্ছে পড়ুয়া ও শিক্ষকরা।
প্রসঙ্গত, গত বছর ৯ মে থেকে গরমের ছুটি শুরু হলেও পরে তা বাড়িয়ে ২ জুন পর্যন্ত করা হয়েছিল। ফলে প্রায় দু’মাস স্কুল বন্ধ ছিল। এবছরও তাপমাত্রার ভয়াবহতা মাথায় রেখে আগেভাগেই ছুটি ঘোষণা করা হয়েছে বলে মনে করছে অভিভাবক মহল।