কলকাতাস্বাস্থ্য

অপেক্ষার অবসান, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রায় তিন একর নতুন ক্যাম্পাসের জন্য জমি পাচ্ছে আরজি কর হাসপাতাল

RG Kar Medical College and Hospital

The Truth of Bengal: দাবিটা ছিল দীর্ঘ দিনের, অবশেষে সেই অপক্ষার অবসান হল। কলকাতার আর জি কর ম্যাডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য থাকছে সুখবর। দ্বিতীয় ক্যম্পাসের জন্য জমি পেতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রশাসনিত সূত্রের খবর, অতি সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই আর জি কর হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের প্রসঙ্গটি তোলা হয়। বৈঠকে ঠিক হয়, প্রায় তিন একর জমি দেওয়া হবে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালকে। এখানে তৈরি হবে, দ্বিতীয় ক্যাম্পাসের আবাসন। সূত্রের খবর, স্বাস্থ্য দফতরকে ২.৯৫ একর জমি দিতে চলেছে আবাসন দফতর।

প্রসঙ্গত, আর জি কর মেডিক্যাল কলেজের সম্প্রসারণের দাবি ছিল দীর্ঘদিনের। জমিজটের কারমেই আটকে ছিল এই প্রক্রিয়া। এর আগে এসএসকেএম হাসপাতালে শহরের বিভিন্ন মেডিক্যাল কলেজগুলির সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই হাসপাতালের জন্য বাড়তি জমি চান, আর জি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অবশেষে সেই আর্জিতে সায় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপালে বৈঠকের সময়ই বিভিন্ন হাসপাতালগুলিতে পরামর্শ দিয়েছিলেন, পিজির মতোঅ্যানেক্স বিল্ডিং তৈরি করতে। সেই সময় আরজিকরের তরফে বলা হয় জমির কথা। তারপরেই আরজি করের জন্য নতুন জমি খোঁজা শুরু হয়।

Related Articles