কলকাতা

ঘাটাল মাস্টারপ্লানে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাজ্য বাজেট

State budget allocates Rs 500 crore for Ghatal Master Plan

Truth Of Bengal: লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘাটাল মাস্টারপ্লান হবে রাজ্যের টাকাতেই। ঘাটালের সাংসদ দেবকে সামনে রেখে ঘাটালবাসীর কাছে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের কাছে বহু আবেদন নিবেদন করেও কোন কাজ হয়নি। ঘাটালবাসীর দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার এগিয়ে আসেনি।

রাজ্য সরকার তার অর্থই এই মাস্টারপ্ল্যান বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছিল। চলতি বছরের অর্থ বাজেটে এই মাস্টার প্ল্যানের কাজ বাস্তবায়নের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রস্তাবিত অর্থ বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন। ঘাটালবাসীর কাছে বন্যা পরিস্থিতি দুর্বিষহ হয়ে ওঠে প্রতিবছর। জানিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ঘাটাল মাস্টার প্লান এর। কিন্তু এ ধরনের প্রকল্পে কোটি কোটি টাকা খরচ। একটা রাজ্যের পক্ষে করা যথেষ্টই কষ্টসাধ্য।

সেই কষ্টসাধ্য কাজে যাতে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করে তার জন্য বারবার আবেদন করা হয়েছিল। ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেব এই নিয়ে সংসদে বারবার সোচ্চার হয়েছেন। কিন্তু সে কথা কর্ণপাত করেনি কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবার রাজ্য নিজের অর্থে এই প্রকল্পের কাজ সম্পন্ন করবে। বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য বিপুল অংকের বরাদ্দ করা হয়েছে। ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য।

Related Articles