কলকাতা

গরমের শুরুতেই নিকো পার্কে এলাহি আয়োজন, উপস্থিত বিশিষ্টজনেরা

Special guests gather at nicco park before of summer

Truth Of Bengal: দিন দিন গরম বাড়ছে।  তাই এই সময় কলকাতার অন্যতম বিখ্যাত ওয়াটার পার্কের মধ্যে  নিকো পার্ক  অন্যতম। আর এই পার্কের ভিতরে সবচেয়ে জনপ্রিয় জায়গা হল  wet o wild। এই আবহে সোমবার নিকো পার্কের তরফ থেকে বিশেষ অতিথিদের জন্য  স্নান এবং খাওয়া- দাওয়ার এলাহি আয়োজন করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধান নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বোস, রাজীব কাউল, পার্কের এমডি রাজেশ রাইসিংহানি, ভাইস প্রেসিডেন্ট সুমিত দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই প্রসঙ্গে পার্কের এমডি রাজেশ রাইসিংহানি জানান, ‘এই গরমকাল পড়ার সাথে সাথে ওয়াটার পার্কে মানুষের ভিড় বাড়বে। আমাদের কর্মীরা সদা তৎপর যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। একদিকে যেরকম বিভিন্ন রাইডস আছে অন্যদিকে যা গরম পড়ছে তাদের স্নান করে আনন্দ লাভ সব মিলিয়ে জমজমাট নিকো পার্ক।‘

উল্লেখ্য, গরম বাড়লেই নিকো পার্কের উপচে পড়া ভিড়। আর এবার চলতি বছর  খাওয়া দাওয়া জমজমাট তার সাথে উপরে পাওয়া এই গরমে wet o wild এ বিনামূল্যে স্নান করার সুযোগ। এছাড়াও নতুন একটি রাইড শুরু হয়েছে। একথায় বলা যায়, এবারে গরমে নিকো পার্কে থাকছে একাধিক আকর্ষণ।

Related Articles