মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভোর থেকেই বিশেষ বাস পরিষেবা: পরিবহণ দপ্তর
Special bus service for Madhyamik exam candidates from early morning: Transport Department

Truth Of Bengal: আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা যাতে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন, সেজন্য পরিবহণ নিগমের পক্ষ থেকে বিশেষ বাস পরিষেবা চালু করা হচ্ছে। এই বাসগুলোতে “পরীক্ষা স্পেশাল” লেখা থাকবে এবং ভোরের আগেই রাস্তায় চলতে শুরু করবে। পরীক্ষা চলাকালীন সকাল ৬টা থেকে ১০টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত এই বিশেষ বাসগুলো চলবে। পরীক্ষার্থীরা এবং তাঁদের অভিভাবকরা এই বাসে চড়তে পারবেন, তবে তাদের সঙ্গে থাকতে হবে অ্যাডমিট কার্ড। বাসে যদি জায়গা থাকে, সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন।
শুধু শহরের মধ্যে নয়, শহরতলি এবং জেলা থেকেও পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন, সেজন্য বাস, অটো, টোটো, ট্যাক্সি, ক্যাব সব ধরনের পরিবহণ ব্যবস্থা চালু থাকবে, জানিয়েছে পরিবহণ দপ্তর। এছাড়া কন্ট্রোলরুমও খোলা থাকবে। পরীক্ষার্থীরা যদি কোনো সমস্যায় পড়েন, তবে কন্ট্রোলরুমে ফোন করে সাহায্য নিতে পারবেন। কন্ট্রোলরুমের নম্বর হল ০৩৩-২২৩৬০৪৬২, ০৪৬৩। পরীক্ষার দিনগুলোতে পরিবহণ দপ্তরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
একজন প্রশাসনিক কর্মকর্তার মতে, পরীক্ষার্থীদের পাশাপাশি অনেক শিক্ষকও দূর-দূরান্ত থেকে কেন্দ্রে আসেন, তাদেরও পৌঁছাতে সমস্যা হতে পারে। সেজন্য ভোরের দিকে রাজপথ সচল রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ট্রেনের সংখ্যা বাড়ানোর এবং গ্যালোপিং ট্রেনকে প্রতিটি স্টেশনে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।