কলকাতা

অক্সফোর্ডের কেলগ কলেজের অনুষ্ঠানে যোগ দেবেন সৌরভ

Sourav Ganguly to attend Kellogg College, Oxford

Truth of Bengal: অক্সফোর্ডের কেলগ কলেজের অনুষ্ঠানে যোগ দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ২৭ মার্চ মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন অক্সফোর্ডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট জীবনের সঙ্গে লন্ডনের সম্পর্ক যথেষ্টই। জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি হয়েছিল লর্ডসের মাঠেই। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসবে বাংলার কথা।

আলোচনায় থাকবেন অক্সফোর্ডের পড়ুয়া-গবেষকরা। বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ও বাঙালির কাছে চূড়ান্ত গর্বের বিষয়। রাজ্যের উন্নয়ন, সামাজিক প্রকল্প, মহিলা উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে কন্যাশ্রী থেকে বাংলার দুর্গাপুজো। বাংলার বিকাশ, বাংলার সংস্কৃতি ও সম্প্রীতির কথা উঠে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে সেখানকার প্রাক্তনীরাও হাজির থাকবেন বলে জানা গিয়েছে। বিশিষ্ট বিজ্ঞানী, অর্থনীতিবিদ, নোবেলজয়ীরা এর আগে বিভিন্ন সময়ে অক্সফোর্ডে ভাষণ দিয়েছেন। এরকম একটি প্রাচীন ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর। বাংলার কাছে যা গৌরবের। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে প্রতিনিধিত্ব করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথা শুনবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অক্সফোর্ডের পড়ুয়ারা। শুনবেন সমাজের বিশিষ্টজনেরা।

Related Articles