হাড়হিম কাণ্ড! মাকে পুড়িয়ে মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে
Son accused of killing mother in Bagha Jatin

Truth Of Bengal: বাঘাযতীনে ঘটল ভয়ঙ্কর ঘটনা। মাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়েছে শোরগোল। এই ঘটনার পর থেকেই ছেলের খোঁজ মেলেনি। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। এই পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সাড়ে আটটা নাগাদ বৃদ্ধার ছেলে বেরিয়ে যায়। বারোটা নাগাদ প্রতিবেশী এক যুবক বৃদ্ধার ফ্ল্যাটের নিচ থেকে ধোঁয়া বেরতে দেখেন। সঙ্গে সঙ্গে বৃদ্ধার ফ্ল্যাটের দরজা ভাঙতেই দেখলেন ভয়ঙ্কর দৃশ্য। ঘরের মধ্যে পড়ে রয়েছে বৃদ্ধার দেহ। জ্বলছে ঘরের আসবাব পত্রও। পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মৃত মহিলার নাম মালবিকা মৈত্র। কিছুদিন আগে কলকাতার একটি নামী স্কুল থেকে অবসর নেন। তবে অপারেশনের জন্য মালবিকাদেবী এখন শয্যাশায়ী। তাই ছেলে রাতে মাকে খাইয়ে বেরিয়ে যান। বুধবার অন্যথা হয়নি। ছেলে বেরিয়ে যেতেই যুবক বৃদ্ধার ফ্ল্যাটের নিচে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। কীভাবে আগুন লাগল ঘরে তা এখন স্পষ্ট নয়। এই পুরো ঘটনা নিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছে, টাকা হাতাতেই বৃদ্ধাকে পুড়িয়ে খুনের ছক কষেছিল ছেলে। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।