খাস কলকাতায় চলল গুলি, মির্জা গালিব স্ট্রিটে শ্যুট আউটের ঘটনা
Shooting in Khas Kolkata, shoot out incident in Mirza Ghalib Street

The Truth Of Bengal : খাস কলকাতায় চলল গুলি। মির্জা গালিব স্ট্রিটে এই ঘটনাটি ঘটে। শ্যুট আউটের তদন্তে পার্ক স্ট্রিট থানার পুলিশ। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জখম এক ব্যক্তি। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শুক্রবার গভীর রাতে ৭০- ৮০ জনের দল ওই এলাকায় জড়ো হয়ে হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। কারা কেন গুলি চালালো তার তদন্তে পুলিশ।
ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাতে মির্জা গালিব স্ট্রিটের রাস্তার ওপর অশান্তি শুরু হয়। অশান্তি থেকেই গুলি চলার ঘটনা ঘটে বলে জানা গিয়ে। যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পার্ক স্ট্রিট থানার পুলিশ পৌঁছায়। ঘটনা তদন্তে লালবাজারের গোয়েন্দা শাখাও পৌঁছায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে লালবাজারের গোয়েন্দা শাখা। স্থানীয়দের কথা অনুযায়ী জানা যায়, গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ সত্তর আশি জনের মধ্যে চলে বাদানুবাদ। তারপরেই এই ঘটনা। স্থানীয়দের কথা অনুযায়ী, “মির্জা গালিব স্ট্রিটের এক ট্যাক্সি চালককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কারা তুলে নিয়ে গেছে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে তার উত্তর এখনো মেলেনি।” তদন্তে পুলিশ।