শোভন-বৈশাখীর পুনর্মিলন, সবাইকে চমকে একসঙ্গে কালীপুজোর মঞ্চে দাদা শোভন ও কুণাল
Shobhan-Baishakhi Reunion, Dada Shobhan and Kunal surprised everyone together on the Kali Puja stage.

Truth Of Bengal: এক সময় সংবাদমাধ্যমে শিরোনামে থাকার কারণে পরিচিত ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তার বিস্ফোরক সাক্ষাৎকার এবং শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের পোস্টগুলি তাকে প্রায়ই চর্চার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসত। তবে গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁর কোনো নতুন পোস্ট দেখা যায়নি। কিন্তু সম্প্রতি কালী পুজোর উদ্বোধনে একসঙ্গে জনসম্মুখে আসেন এই আলোচিত দম্পতি।
সুকিয়া স্ট্রিটে আয়োজিত কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে শোভন ও বৈশাখীকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। পুজোর আয়োজন করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। উল্লেখ্য, এই পুজোর ঠিক উল্টোদিকে বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারীর ফ্ল্যাট। এক সময় উভয়েই বিজেপিতে যোগদান করেছিলেন, তবে দীর্ঘস্থায়ী হয়নি তাদের পদ্মশিবিরের দিনগুলি। এখন প্রশ্ন উঠছে, কি হবে এই দম্পতির রাজনৈতিক ভবিষ্যৎ?
কালী পুজোর মঞ্চে কুণাল ঘোষ শোভনকে ‘আমার দাদা’ বলার পর বৈশাখীর প্রতি তাঁর উক্তি ছিল, ‘ভাল বন্ধু, অধ্যাপিকা, চিন্তাবিদ’। অনেকেই মনে করছেন, লোকসভা ভোটের আগে হয়তো বৈশাখী-শোভন তৃণমূলে ফিরবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা কেবল অনুমান বলেই রয়ে গেছে।
শোভন ও কুণালের একসঙ্গে মঞ্চে আসা সবাইকে চমকে দিয়েছে। একসময় এই দুই নেতার মধ্যে যে তিক্ততা ছিল, তা এখন অতীত। তবে ভবিষ্যতে তাঁদের সম্পর্কের রঙ কেমন হবে, সেটাই দেখার বিষয়।
দীর্ঘদিন ধরে গোলপার্কের বিলাসবহুল ফ্ল্যাটে একসঙ্গে থাকছেন শোভন ও বৈশাখী। বৈশাখী তার স্বামী মনোজিতের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে এখানে এসেছেন, আর শোভনের সঙ্গে তার স্ত্রী রতনার ডিভোর্সের মামলা এখনও ঝুলে আছে। কিন্তু প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কাগজপত্রের বাধা কতটা স্থায়ী হতে পারে?
বহুবারই দুজনে প্রকাশ্যে জানিয়েছেন, শোভনের ডিভোর্স হলে তারা বিয়ের পরিকল্পনা করছেন। আগামী দিনগুলিতে এই সম্পর্কের কি নতুন অধ্যায় দেখা যাবে, তা নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে।