কলকাতা

CAA নিয়ে বিপাকে শান্তনু ঠাকুর, ‘বাংলা পক্ষ’-র অভিযোগে দায়ের FIR

Shantanu Thakur is in trouble with CAA

The Truth of Bengal: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এফআইআর দায়ের কমিশনের। ‘তৃণমূল করলে নাগরিকত্ব নয়’, কয়েকদিন আগে দলীয় সভায় এমন মন্তব্য করেছিলেন বনগাঁর তৃণমূল প্রার্থী শান্তনু ঠাকুর। CAA ইস্যুতে এই মন্তব্য করেছিলেন তিনি। যার অর্থ, বিজেপিকে ভোট না দিলে নাগরিকত্ব পাওয়া যাবে না। এই মন্তব্য তিনি করতে পারেন না বলে দাবি করে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান ‘বাংলা পক্ষ’-র সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি। ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন অভিযোগটি গাইঘাটা থানায় ফরোয়ার্ড করে। গাইঘাটা থানা সেই মতো কৌশিক মাইতির সঙ্গে যোগাযোগ করে। কৌশিক মাইতির অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করে পুলিশ।

লোকসভা নির্বাচনের ঠিক আগেই চালু হয়েছে সিএএ। নাগরিকত্ব পেতে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। তবে সিএএ নিয়ে বিতর্ক অব্যাহত। সেই বিতর্কে নতুন মাত্রা দেন কেন্দ্রের বিদায়ী প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তৃণমূলের একজনকেও নাগরিকত্ব না দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন শান্তনু ঠাকুর। এনআরসি-র সময় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিছেন তিনি। গত মঙ্গলবার ভোট-প্রচার নিয়ে শান্তনু ঠাকুরের একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিয়ো-তে শান্তনুকে বলতে শোনা গিয়েছে, ‘তৃণমূলের একজনকেও নাগরিকত্ব দেওয়া হবে না। তৃণমূলের কোনও কথা শুনতে হবে না। আপনারা সেলফ ডিক্লারেশন দেবেন। আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন। কী করতে হবে বলে দেব।‘ সঙ্গে তিনি আরও বলেন, ‘তৃণমূলের একটা লোককে আমরা নাগরিকত্ব দেব না। তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব। মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচান।‘ তৃণমূলের তরফে এই বক্তব্যের পাল্টা প্রতিবাদ করা হয়েছিল।

গত মঙ্গলবার গাইঘাটার পাঁচপোতা এলাকায় ভোটের প্রচারে বক্তব্য রাখার সময় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর নাগরিকত্ব নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছিলেন। বিতর্ক হলেও সেই বক্তব্যে অনড় থাকেন তিনি। পরে তিনি বক্তব্যে আরও আরও সংযোজন করে বলেছিলেন, ‘ভোটার কার্ড, আধার কার্ড থাকলে যদি নাগরিক হয়, তা হলে এনআরসি-র সময় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে।‘ শান্তনুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কমিশনে অভিযোগ দায়ের করে ‘বাংলা পক্ষ’। সেই অভিযোগের ভিত্তিতে এবার শান্তনুর বিরুদ্ধে FIR দায়ের করেছে গাইঘাটা থানা।

Related Articles