ব্রাত্য বসুর ভাষণ চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই-এর তান্ডব
SFI riots at Jadavpur University during Bratya Basu's speech

Truth Of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপা (তৃণমূলপন্থী শিক্ষক-অধ্যাপক সংগঠন)-এর বার্ষিক সাধারণ সভা ঘিরে শনিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। দুপুরের দিকে সভা শুরু হতেই পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। অভিযোগ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভাষণ চলাকালীন এসএফআই-সমর্থিত ছাত্র সংগঠনের কয়েকজন সদস্য পিছনের দরজা দিয়ে সভাস্থলে প্রবেশ করে তাণ্ডব শুরু করেন। চেয়ার ভাঙচুর, ধাক্কাধাক্কির ঘটনায় বেশ কয়েকজন অধ্যাপক অসুস্থ হয়ে পড়েন।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিশৃঙ্খলার জন্য সরাসরি বাম ছাত্র সংগঠনকে দায়ী করেন। তিনি মঞ্চ থেকে প্রশ্ন তোলেন, “যারা এসব করছে, তারা কারা? তারা বিজেপিকে ঠেকাতে কী করেছে? শিক্ষায় গৈরিকীকরণ রুখতে তাদের ভূমিকা কী?”
শনিবার সকাল থেকেই বাম ছাত্র সংগঠনের সদস্যরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি ছিল, শিক্ষামন্ত্রীকে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে হবে। সভার আগেই তাঁকে নিয়ে পোস্টার তৈরি করা হয় এবং মানববন্ধন করে বিক্ষোভ দেখানো হয়। এরপর ওয়েবকুপার সদস্যদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়, যা ক্রমেই রণক্ষেত্রের রূপ নেয়।
দুপুরে নির্ধারিত সময়ে ওয়েবকুপার সভা শুরু হয় এবং শিক্ষামন্ত্রী বক্তব্য রাখতে ওঠেন। অভিযোগ, সেই সময় এসএফআই-এর কিছু সমর্থক পিছনের দরজা দিয়ে ঢুকে তাঁর ভাষণ ব্যাহত করার চেষ্টা করেন। তারা বারবার স্লোগান দেন, “ছাত্র সংসদ নির্বাচন চাই, তার তারিখ ঘোষণা করতে হবে।” তবে এই প্রতিবাদে বিচলিত না হয়ে শিক্ষামন্ত্রী নিজের বক্তব্য চালিয়ে যান। তিনি বামপন্থী ছাত্র সংগঠনকে কটাক্ষ করে বলেন, “এভাবে সভা ভাঙার চেষ্টা গণতান্ত্রিক পদ্ধতি নয়।” সারাদিনে একাধিক উত্তেজনাপূর্ণ ঘটনার পর বিশ্ববিদ্যালয় চত্বরের পরিস্থিতি এখনও থমথমে। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে সতর্ক রয়েছে।