শিক্ষামন্ত্রীর নামে তারই পাড়াতে পোস্টার সাঁটাল এসএফআই
SFI puts up posters in the name of the Education Minister in his own neighborhood

Truth Of Bengal: বাম ছাত্র সংগঠন এসএফআই এর তরফ থেকে শিক্ষামন্ত্রীর নামে লেকটাউন, কালিন্দী বাস স্ট্যান্ড থেকে শুরু করে গোটা দমদম এলাকায় এঁটে দেওয়া হয় পোস্টার। পোস্টারে রয়েছে শিক্ষামন্ত্রীর ছবি।
গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে যে ঘটনা ঘটেছিল, তার রেশ এখনও কাটেনি। ওই দিন হামলা হয় মন্ত্রীর গাড়িতে। তাতে আহত হন তিনি। আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়েরই প্রথম বর্ষের এক পড়ুয়া। শনিবারের ঘটনায় আহত হয় পড়ুয়া ইন্দ্রানুজ রায়। এর ভিত্তিতে যাদবপুর থানায় অভিযোগ জানানো হয়। কিন্তু প্রথমে সেই এফআইআর না নিলেও বৃহস্পতিবার তা গ্রহণ করা হয়।
ততক্ষণে শিক্ষামন্ত্রীর পাড়ায় পাড়ায় ছেয়ে গেছে এসএফআই এর সাঁটানো পোস্টার। এসএফআই এর এই কর্মকাণ্ডের জেরে শুরু হয়েছে রাজৈতিক তরজা। এসএফআই নোংরা রাজনীতি করছে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে এনেছে এসএফআই।