কলকাতা

উপভোক্তাদের ইভি গাড়ি ও আইফোন দিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

Senco Gold and Diamonds gives EV cars and iPhones to consumers

Truth Of Bengal: রাহুল চট্টোপাধ্যায়, কলকাতা: প্রতিশ্রুতি অনুসারে গত বছর ২০২৪ এর ধনতেরাস লাকি ড্র প্রতিযোগিতায় বিজেতা-উপভোক্তাদের হাতে পুরস্কার তুলে দিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। তাদের হুগলির তারকেশ্বর শোরুম এর ক্রেতা সুমিতা মন্ডল এবং দক্ষিণ ২৪ পরগনা আমতলার শোরুম থেকে অলংকার কেনা রাজেশ্বর সিনহা ইভি গাড়ি পেলেন। তাদের চন্ডিগড় এর এলান্থে মল এর শোরুম এর এক ভাগ্যবান বিজয়ী ক্রেতাও একটি ইভি গাড়ি জিতলেন।

এছাড়াও কলকাতা ও দেশের নানান প্রান্তে ছড়িয়ে থাকা তাদের বিভিন্ন শোরুমের ক্রেতাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে ১৫ জন ভাগ্যবান বিজেতাদের আইফোন-১৬ তুলে দেওয়া হল।কলকাতার ক্যামাক স্ট্রিটের শোরুম-এ এক অনুষ্ঠানে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর পক্ষ থেকে এই পুরস্কার তুলে দিলেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ম্যানেজিং ডিরেক্টর তথা মুখ্য নির্বাহী আধিকারিক শুভঙ্কর সেন এবং চিফ অপারেটিং অফিসার সঞ্জয় ব্যানার্জি।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর ম্যানেজিং ডিরেক্টর তথা মুখ্য নির্বাহী আধিকারিক শুভঙ্কর সেন ‘আরো খবর’কে জানিয়েছেন, প্রতিশ্রুতি অনুসারে তারা তাদের সম্মানীয় ক্রেতাদের এই পুরস্কার তুলে দিতে পেরে আনন্দিত। আগামী দিনে সব ধরনের ক্রেতাদের চাহিদা ও আর্থিক অবস্থার কথা মাথায় রেখে তারা আরও নতুন অত্যাধুনিক ডিজাইনের অলংকার নিয়ে আসছেন চলতি বিবাহ মরশুম এবং আসন্ন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। সম্প্রতি তাদের বজবজ শোরুম-এর সূচনা হয়েছে। পরবর্তীকালে তারা আরও কয়েকটি শোরুম চালু করার কথা ভাবছেন অলংকারপ্রেমী গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে।