কলকাতা

আমাদের দেখে বাকিরা বাণিজ্য সম্মেলন করছে, শিল্প সামিট থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

Seeing us, others are holding trade conferences, CM's message from industry summit

Truth Of Bengal: আগে বাংলায় প্রতিদিন বনধ-হরতাল হতো। ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের পর থেকে সেই বনধ সংস্কৃতি উঠে গিয়েছে। এখন বাংলায় বনধ করে সময় নষ্ট করা হয় না। কর্মসংস্কৃতি ফিরিয়ে আনা হয়েছে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নারীর ক্ষমতায়নে বাংলা এক নম্বরে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে হল বাংলা। প্রথম বাণিজ্য সম্মেলন শুরু হয় বাংলায়। তারপর এখন অন্যান্য রাজ্য বাংলাকে দেখে বাণিজ্য সম্মেলন করছে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব এই ভাষাতেই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদ্র মাঝারি শিল্পে বাংলা ১ নম্বরে। নারীর ক্ষমতায়নে বাংলা এক নম্বরে। মুখ্যমন্ত্রী বলেন আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ রয়েছে। তাই জনগণের বিকাশ ঘটাতে একাধিক সামাজিক প্রকল্প গ্রহণ করা হয়েছে বাংলায়।

মুখ্যমন্ত্রী বলেন অনেকে জানতে চাই সম্মেলন করে কী হবে? এই সম্মেলনের মধ্য দিয়ে যে বিনিয়োগ আসছে বাংলায়, বাংলার শিল্পের উজ্জ্বল দিন ফিরে আসছে এই সম্মেলনের ফলেই। মুখ্যমন্ত্রী বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্মেলন। JIO- র গেটওয়ে হবে বাংলা। বাংলায় বিনিয়োগ করার জন্য মুকেশ আম্বানি সহ অন্যান্য শিল্পপতিদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বাংলায় আরও বিনিয়োগ করার জন্য শিল্পপতিদের কাছে রাজ্যের পক্ষ থেকে আবেদন জানান তিনি।

Related Articles