অভিজিৎকে দেখে জুতো হাতে স্লোগান সাধারন মানুষের
Seeing Abhijit, the slogans of ordinary people with their shoes in their hands

Truth Of Bengal: সন্দীপ ঘোষের পর এবার অভিজিৎ মন্ডলকে লক্ষ্য করে শুধু স্লোগান। একেবারেই জুতো হাতে বিক্ষোভ শুরু সাধারণ মানুষের। অভিজিৎকে রবিবার সকাল ১১টা নাগাদ সিজিও থেকে বার করার সময় তাকে জুতো দেখান বিক্ষোভকারীরা।
আন্দোলনকারীরা স্লোগান দেন, ” কলকাতা পুলিশ হায় হায়”। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আগে থেকেই অভিজিৎকে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। আদালতের উদ্দেশ্যে অভিজিৎকে গাড়িতে বসিয়ে রওনা দেন কেন্দ্রীয় বাহিনী। শনিবার রাতে গ্রেপ্তারির পর আজ তাঁকে আদালতে পেশ করা হবে।
প্রসঙ্গত, প্রথমবার যখন সন্দীপ ঘোষকে আদালতে পেশ করা হয়েছিল তখন তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়েছিল। উঠেছিল স্লোগানও। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট, অপরাধস্থল বিকৃত করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। রাতেই তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হয় বি আর সিং হাসপাতালে। রবিবার সিজিও কমপ্লেক্সের সিবিআই সদর দপ্তর থেকে তাঁকে বের করা হয় সকাল ১১টা নাগাদ। স্বাস্থ্যপরীক্ষার পর তাকে আদালতে পেশ করা হবে। সেই সময় সিজিও কমপ্লেক্সের মূল ফটকের বাইরে কিছু বিক্ষোভকারী জড়ো হন। কারও হাতে জুতো আবার কারও হাতে নির্যাতিতারছবি আঁকা পোস্টার। ওঠে স্লোগান। আন্দোলনকারীরা স্লোগান দেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আর জি করের বিচার চাই’। আবার কেউ বলেন, ‘কলকাতা পুলিশ হায় হায়’। সিপির পদত্যাগের দাবিতেও সরব হন কেউ কেউ। কড়া পাহারায় ধৃতকে নিয়ে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা।