কলকাতারাজ্যের খবর

আরজি কর কান্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদন্ড দিল শিয়ালদা আদালত

Sealdah court sentences Sanjay Roy, the main accused in the RG tax case, to life imprisonment

Truth Of Bengal: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদন্ডের আদেশ দিল শিয়ালদহ আদালত। সেইসাথে নিহত চিকিৎসকের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ১৭ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি অভিযুক্ত সিভিক সঞ্জয় রায়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিচারপতি অনির্বাণ দাস এই রায় দেন।

গত বছরের ৮ আগস্ট, নাইট ডিউটিতে ছিলেন সোদপুরের তরুণী চিকিৎসক। ওই রাতে শেষবার মায়ের সঙ্গে ফোনে কথা হয় তাঁর। পরদিন, ৯ আগস্ট, হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশ এবং ১০ আগস্ট সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়।

এই ঘটনা রাজ্যজুড়ে শোরগোল ফেলে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাড়িতে গিয়ে শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ান। এরই মাঝে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। ১৩ আগস্ট, আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়।

কলকাতায় এই ঘটনার সুবিচারের দাবিতে প্রতিবাদ শুরু হয়। ১৪ আগস্ট, রাত দখল করেন মহিলারা। আর জি কর মেডিক্যাল কলেজে ভাঙচুর চলে। চিকিৎসকদের একাংশ স্বাস্থ্যভবনের সামনে অবস্থান আন্দোলন ও লালবাজার অভিযানে অংশ নেন। এই পরিস্থিতিতে সিপি বিনীত গোয়েল এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ কয়েকজনকে জেরা করে গ্রেফতার করা হয়।

সিবিআই তদন্তের ভিত্তিতে ৭ অক্টোবর সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। ১১ নভেম্বর শুরু হয় বিচার। দীর্ঘ শুনানির পর, ১৮ জানুয়ারি শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে।

Related Articles