কলকাতা

শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়িতে লালবাজারের সাইন্টিফিক উইং

Scientific wing of Lalbazar at Chief Minister's house on Friday

The Truth of Bengal: পিছন থেকে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এসএসকেএম এর তরফ থেকে মেডিকেল বুলেটিনে এই কথাই জানিয়েছেন এসএসকেএমএস সুপার। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী চিকিৎসকদের যে কথা জানিয়েছেন তার ওপর ভিত্তি করে চিকিৎসকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ধাক্কা লেগেই মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন। কিন্তু ধাক্কা দিলেন কে, কিভাবেই বা তিনি ধাক্কা খেলেন। শুক্রবার এ বিষয়ে তদন্তে আসছে লালবাজারের সায়েন্টিফিক উইং।

বৃহস্পতিবার রাতেই মুখ্যমন্ত্রী কে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে তার সিটি স্ক্যান ও এমআরআই হয়েছে। পাশাপাশি কপালে তিনটি সেলাই ও নাকে একটি সেলাই পড়েছে। জানা যাচ্ছে এখন শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যেভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে তাতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী সাধারণত জেট প্লাস নিরাপত্তা পান। জেট প্লাস নিরাপত্তা পাওয়া সত্ত্বেও কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

মুখ্যমন্ত্রীর বাড়ির সদস্য তথা কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুনেছি মুখ্যমন্ত্রীকে নাকি ঘরেতে পেছন থেকে ধাক্কা মারা হয়েছে। যখন এই ঘটনাটি ঘটে তখন আমি পাশের ঘরে ছিলাম। মুখ্যমন্ত্রীর দেখাশোনার দায়িত্বে যে মহিলাটি রয়েছেন, তিনি ছুটে এসে দুর্ঘটনার কথা জানিয়েছেন। এখন দেখার কে বা কারা মুখ্যমন্ত্রীর এই দুর্ঘটনার পেছনে দায়ী। আরো একটি প্রশ্ন উঠে এসেছে, যখন মুখ্যমন্ত্রী আঘাত প্রাপ্ত হন তখন তার বাড়িতে কেন সঙ্গে সঙ্গে মেডিকেল টিম পাঠানো হলো না বা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়নি।

Related Articles