কলকাতা
Trending

নিউ টাউন মেলা প্রাঙ্গনে আয়োজিত কলকাতার সরস মেলা, উদ্বোধনে মন্ত্রী প্রদীপ মজুমদার

Saras Mela of Kolkata organized at New Town Mela premises, inaugurated by Minister Pradeep Majumdar

The Truth Of Bengal: ২২ ডিসেম্বর নিউ টাউন মেলা প্রাঙ্গনে  আয়োজিত হতে চলেছে রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অধীন WBSLRM, আনন্দধারা আয়োজিত সরস মেলা। ২২ ডিসেম্বর থেকে ২ রা জানুয়ারি পর্যন্ত চলবে কলকাতার এই সরস মেলা।

উদ্বোধন করবেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার প্রতিমন্ত্রী শিউলি সাহা, বেচারাম মান্না, শিল্পমন্ত্রী শশী পাঁজা অর্থমন্ত্রীর চন্দ্রিমা ভট্টাচার্য পরিশোধীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, বন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা সহ বিশিষ্টরা। কলকাতা শিলিগুড়ি পর এ বছর সরস মেলা হবে আরও  তিন জেলায় জঙ্গলমহল, পূর্ব বর্ধমান ও মালদায়। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি পণ্য বিপন্নের সুবিধার্থে জেলাস্তরে এই মেলার আয়োজন করার হবে।

গতবছর কলকাতা সড়স মেলায় প্রায় ১৫ থেকে ১৬ কোটি টাকার ব্যবসা হয়েছিল। এই বছর আরও বেশি টাকার ব্যবসা হবে বলেই  জানান পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথন।

Free Access

Related Articles