কলকাতা
আরজি কর ধর্ষণ-খুনের মামলায় জামিন পেলেন সন্দিপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল
Sandeep Ghosh and Abhijit Mondal granted bail

Truth Of Bengal: আরজি কর ধর্ষণ-খুনের মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দিপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। সময়ে চার্জশিট জমা দিতে না পারায় জামিন পেলেন তারা। শিয়ালদা আদালতে জামিন মঞ্জুর হয় তাদের। গ্রেফতারের ৯০ দিন পার হয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এদিন জামিন পেলেন তারা।
Former #RGKar hospital principal Dr Sandip Ghosh granted bail by special CBI Court in #Kolkata in the rape & murder case. Ghosh is also an accused in the corruption case pic.twitter.com/ldtJrm4ihE
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ (@iindrojit) December 13, 2024