কলকাতা

বঞ্চনার মাঝেও বাংলার চিকিৎসকদের বেতন বৃদ্ধি

Salary hike for Bengal doctors despite deprivation

Truth Of Bengal: কেন্দ্র ১ লক্ষ ৭৫হাজার কোটি না দিলেও রাজ্য সরকার আর্থিক ক্ষমতার মধ্যে স্বাস্থ্যের সামগ্রিক উন্নতি করছে। ধনধান্য অডিয়ামে চিকিৎসকদের সেবার প্রতি আরও দায়বদ্ধ হওয়ার আবেদন করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের বেতনও ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন। ক্রীড়া-সংস্কৃতির বিকাশেও স্বাস্থ্য দফতরকে হাসপাতালগুলোকে ২কোটি টাকা দেওয়ার নির্দেশও দেন প্রশাসনিক প্রধান।সরকারি হাসপাতালে ৮ ঘন্টা ডিউটি দেওয়ার আবেদন জানানোর পাশাপাশি মেদিনীপুরকাণ্ডে জুনিয়র ডাক্তারদের  সাসপেনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সমাজের বড় কাজ করছেন চিকিৎসকরা। সেবার মাধ্যমে সমাজের সদস্যদের সুস্থ করে তুলছেন। তাই চিকিত্সার অপর নাম যেখানে সেবা,সেই কাজে আরও দায়বদ্ধ, মানবিক ও কর্তব্যপরায়ণ হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিকিৎসকদের মেগা বৈঠক হল ধনধান্য অডিটোরিয়ামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা পর্ব শুরু হওয়ার আগেই আরজিকর ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দেন।

সেই সঙ্গে ওই ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেন। আবারও একবার অপরাধীর ফাঁসির পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে অপরাজিতা বিল রাজ্য সরকার পাস করেছে বলে তিনি জানালেন। কেন্দ্র ১লক্ষ ৭৫হাজার কোটি টাকা না দিলেও রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার ভোলবদলে দিতে নিরলস কাজ করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।বাম আমলে একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্যের দায়িত্ব ছিল। অবহেলার কিনারায় পড়ে থাকা জনস্বাস্থ্যের উন্নতিতে কী কী কাজ পরিবর্তনের সরকার কাজ করেছে তা পরিসংখ্যান দিয়ে বোঝান মুখ্যমন্ত্রী।

এখন স্বাস্থ্য সাথী কার্ড-এর মাধ্যমে ৯ কোটি পরিবার উপকৃত হয়েছে।  ৪২ টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। একাধিক মাদার অ্যান্ড চাইল্ড হাব, সরকারি হাসপাতালে ৪০ হাজার বেড বেড়েছে।১৪ হাজার সরকারি ডাক্তার বেড়েছে বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাজ্যে এমবিবিএস-এর সিট বেড়েছে ৪৩৪৫টি, নার্সিং সিট বেড়েছে ২৬০০০। রিক্রুটমেন্ট থমকে আছে কারণ ওবিসি রিজার্ভেশন নিয়ে মামলার জন্য। যক্ষা, কলেরা ম্যালেরিয়াতে কালাজ্বরের চিকিৎসায় টিকা করনে  বাংলা ১ নম্বরে।

মুখ্যমন্ত্রী চিকিত্সকদের বার্তা দেন, হাসপাতালে ৮ ঘন্টা ডিউটি বাধ্যতামূলক। ডিউটির সময় অন্যত্র যাওয়া চলবে না। সরকারি হাসপাতালে যুক্ত থাকা চিকিত্সকদের দায়িত্ব-কর্তব্যপালনে সংবেদনশীল থাকতে হবে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে গাফিলতি হয়েছে, জুনিয়র ডাক্তারদের কথা ভেবে সাসপেনশন প্রত্যাহার। পিজিটি- ডক্টরেটোত্তর শিক্ষাণবিশ ডাক্তারদের বেতন ১০ হাজার টাকা বৃদ্ধি। সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন বাড়ছে ১৫ হাজার টাকা করে।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী ক্রীড়া-সংস্কৃতির চর্চা বাড়াতে হাসপাতালগুলোকে ২কোটি টাকা করে বরাদ্দ করার কথাও ঘোষণা করেন। যাতে চিকিৎসকরা সেবার কাজ ছেড়ে বিনোদনের অন্যকাজে যুক্ত না হয়ে পড়েন তার জন্য এই নির্দেশ বলেও মনে  করিয়ে দেন তিনি।

মেদিনীপুরে যে অনভিপ্রেত ঘটনা ঘটে তার পুণরাবৃত্তি ঠেকাতে প্রশাসনিক প্রধান সংবেদনশীল ভূমিকা পালনের আবেদনও জানান। বাংলার মেধা-প্রতিভা যাতে বাংলার মানুষের সেবার কাজে লাগে সেজন্য চিকিৎসকদের দেশের বাইরে না যাওয়ার অনুরোধও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles