কলকাতা

নারকেলডাঙার ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে গুজব, সতর্কবার্তা কলকাতা পুলিশের

Rumors are spreading on social media about coconut riots, Kolkata Police warns

Truth Of Bengal: উৎসবের মরশুমে অশান্তি ছড়ানোর সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারকেলডাঙার ঘটনার মাধ্যমে সেই আশঙ্কা সত্যি হওয়ার একটি নমুনা দেখা গেল। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্যগুলি যে সম্পূর্ণ মিথ্যা তা এক্স হ্যান্ডেলে সাফ জানিয়েছে কলকাতা পুলিশ।

শনিবার কলকাতা পুলিশ এক বিবৃতিতে জানায়, নারকেলডাঙায় দুটি বাইকের পার্কিং নিয়ে অশান্তি সৃষ্টি হয়। দুই ব্যক্তি মধ্যে ঝগড়া শুরু হলে তা চরম আকার ধারণ করে। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী দাবি করছেন যে, এই অশান্তির সঙ্গে কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রার সম্পর্ক রয়েছে এবং হামলার মতো ঘটনা ঘটেছে। পুলিশ এই দাবিগুলোকে পুরোপুরি ভিত্তিহীন বলে অভিহিত করেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৫ অক্টোবর গোয়েন্দাদের সতর্ক করেছিলেন, “দুর্যোগের সুযোগ নিয়ে কেউ বা কারা অশান্তির পরিকল্পনা করতে পারে। পুলিশের এবং গোয়েন্দাদের সতর্ক থাকতে হবে। কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোর আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে হবে।” তিনি রাজ্যের স্পর্শকাতর এলাকায় কড়া নজরদারির নির্দেশও দিয়েছেন।

গত দুর্গাপুজোর সময় হাওড়ায় অশান্তির ঘটনা ঘটেছিল, কিন্তু পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপের জন্য সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। কলকাতা পুলিশ সাধারণ জনগণকে গুজব থেকে দূরে থাকার এবং তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করতে বলেছে।

Related Articles