
The Truth of Bengal: শুক্রবার তৃণমূলের ঐতিহাসিক শহিদ দিবস পালন উপলক্ষ্যে সাজাসাজো রব। এদিন শহরে বিপুল জমায়েতের ফলে কার্যত স্তব্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও, যান পরিবহণসহ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম কড়া পদক্ষেপ করছে কলকাতা পুলিশ। চূড়ান্ত নিরাপত্তায় মুড়ে পেলা হচ্ছে শহর। ২১ জুলাই যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুলিশ। কোন পথ বন্ধ থাকবে, বিকল্প রাস্তা কী থাকছে, মেট্রো পরিষেবা কেমন থাকবে, দেখে নেওয়া যাক বিস্তারিত রুটম্যাপ।
২১ জুলাই মিছিল ও জমায়েতের রুট যে পথে
১. শ্যামবাজার পাঁচমাথা মোড়
ভূপেন বসু অ্যাভিনিউ থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে, বিধান সরণি হয়ে কলেজ স্ট্রিট ও গণেশ চন্দ্র অ্যাভিনিউ হয়ে ধর্মতলা মূল মঞ্চে ঢুকবে মিছিল।
২. হাজরা মোড়
শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে, আশুতোষ মুখার্জী রোড ও জহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা ঢুকবে মিছিল।
৩. হাওড়া স্টেশন:-
ব্রাবোর্ন রোড, ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস ও পোদ্দার কোর্ট হয়ে মিছিল আসবে ধর্মতলায়।
৪. শিয়ালদহ স্টেশন
এজিসি বোস রোড, মৌলালির এস এন ব্যানার্জি রোড ও জহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলায় আসবে মিছিল।
৫. কলকাতা স্টেশন
রায়চরণ সাধুখাঁ রোড, আর জি কর রোড, শ্যামবাজার, বিধান সরণি, কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট, গনেশ চন্দ্র অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে ধর্মতলায় মিছিল ঢুকবে।
৬. বন্দর এলাকা
গার্ডেনরিচ রোড, বাবুবাজার, খিদিরপুর মোড়, হেস্টিংস মোড় হয়ে খিদিরপুর রোড ধরে ধর্মতলায় ঢুকবে মিছিল
৭. ট্যাংরা
গোবিন্দ খটিক রোড, পুলিন খটিক রোড হয়ে সিআইটি রোড ধরে, মৌলালির এস এন ব্যানার্জি রোড হয়ে এই মিছিল আসবে ধর্মতলায়।
৮. গীতাঞ্জলি স্টেডিয়াম, কসবা
এখান থেকে তৃণমূল কর্মী সমর্থকরা বাস ধরে হাজরা মোড়ে আসবেন। হাজরা মোড় থেকে মিছিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, জহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা ঢুকবে।
কলকাতা পুলিশ সূত্রের খবর, শুক্রবার শহরে পুরোপুরি বন্ধ থাকবে ট্রাম পরিষেবা। বন্ধ থাকবে কলকাতার কিছু বাসরুট। তবে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। শুক্রবার ভোট তিনটে থেকে রাত আটটা পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি কলকাতা পুলিশে এলাকায় চলাচল করতে পারবে না। শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে, গ্যাস সিলিন্ডার, সব্জি, ফল এবং দুধের গাড়ির ক্ষেত্রে।