কলকাতারাজ্যের খবর

সোনারপুরে তিনমাস আগের ঘটনার পুনরাবৃত্তি! ফের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি হল সোনার দোকানে

Robbery in jwellery store

The Truth of Bengal: সোনারপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। ঘটনাস্থল বৈকুন্ঠপুরের বাগুইপাড়া এলাকা। এর আগে অর্থাৎ দুর্গাপুজোর আগে বৈকন্ঠপুরে আরও একটি সোনার দোকানে ডাকাতি হয়েছিল। এবার তিন মাসের মধ্যেই ফের ওই একই এলাকার আরেকটি সোনার দোকানে ঘটনাটি ঘটে।

জানা যাচ্ছে, বুধবার সন্ধ্যেবেলায় দোকান খোলার পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না এবং নগদ টাকা ছিনতাই করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। দোকানের কর্ণধার রাজু রায়কে সোনারপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইসি এবং বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্র বদন ঝাঁ তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।

খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাইকে করেই এসেছিল দুষ্কৃতিরা। ঠিক একই কায়দায় মাসতিনেক আগে বৈকুন্ঠপুরের আরেকটি সোনার দোকানে ডাকাতির হয়েছিল। বারবার একইভাবে ডাকাতি হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছে ওই এলাকার বাকি দোকানদারেরা।

Free Access

 

Related Articles