কলকাতা

মর্মান্তিক! গল্ফগ্রিনে কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে মৃত্যু রিক্সাচালকের

rickshaw driver died after breaking a branch of a blackthorn tree in Golf Green

The Truth of Bengal,শেখ এরশাদ, কলকাতা: মর্মান্তিক ঘটনা, গাছের ডাল ভেঙে পড়ল রিক্সার ওপর,  দুমড়ে মুছরে গেল রিক্সা। সেই সময় রিক্সার মধ্যে বসে ছিলেন চালক। মৃত্যু হল তার। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে কলকাতার গল্ফগ্রিনে। যাত্রীর জন্য একটি কৃষ্ণচূড়া গাছের নিচে অপেক্ষা করছিলেন নিজের রিক্সা নিয়ে। ক্যানিং এর বাসিন্দা ওই রিক্সাচালক। ওই রাস্তাতে নিয়মিত রিক্সা চালান। আজ আবহাওয়া খারাপ ছিল, ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল। একটি কৃষ্ণচূড়া গাছের নিচে তাই অপেক্ষা করছিলেন তিনি। আশায় ছিলেন কোন যাত্রী এলেই তাঁকে রিক্সায় তুলে গন্তব্যে রওনা দেবেন। আর এর মধ্যে ঘটে গেল দুর্ঘটনা। রিক্সার উপর হঠাৎ ভেঙে পড়ল ওই কৃষ্ণচূড়া গাছের একটা বড় ডাল। ওই ডালের ধারে রিকশা দুমড়ে মুছরে একাকার হয়ে যায়। ঘটনাস্থলেই রিক্সাচালকের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনা বিবরণে জানা গিয়েছে, আজ সকাল ৭.৩০ মিনিট নাগাদ গল্ফগ্রিন সেন্ট্রাল পার্ক এলাকায় অলোক কয়াল (৪২) নামের এক রিক্সাচালক একটি কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়ে ছিলেন। আচমকাই ওই গাছের একটি ডাল ভেঙে পড়ে, তাতে তিনি চাপা পড়ে যান। এরপর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এম.আর.বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে কলকাতা পুরসভার কর্মীরা এসে ভেঙে পড়া গাছটিকে সরিয়ে ফেলার কাজ করেন।

Related Articles