কলকাতা

আরজি কর কেসে বলছেন মৃত্যুদণ্ড চান না, তাহলে কী চান? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

RG Kar case: If you say you don't want death penalty, then what do you want? Question from the Chief Minister

Truth Of Bengal: বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের ওপর জবাবী ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্যে উঠে এল বিরোধী বিজেপির উস্কানিমূলক রাজনীতির প্রতিবাদ। যে ভাষায় রাজ্যের বিরোধী দলনেতা আক্রমণ করছে তা নিয়েও সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের বক্তব্যে উঠে আসে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির নেতিবাচক ভূমিকা। যেভাবে রাজ্যকে বদনাম করার চেষ্টা চলছে, ধারাবাহিকভাবে উস্কানি দেওয়া হচ্ছে তা নিয়েও এদিন কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গে উঠে আসে আরজিকর আন্দোলনের কথা। অভিযুক্ত সঞ্জয় রায়ের আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। অপরাধীর মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য।

অন্যদিকে হঠাৎ করে ফাঁসির দাবি থেকে সরে আসতে দেখা যায় নির্যাতিতার পরিবারকে। এই নিয়ে তৃণমূল আগেই কটাক্ষ করেছে বিরোধী রাজনৈতিক দলের ইন্ধনে চলছে নির্যাতিতার পরিবার। মঙ্গলবার বিধানসভায় মমতা বলেন, আরজি কর কেসে বলছেন মৃত্যুদণ্ড চাই না, তাহলে কী চান? সাম্প্রতিক সময়ে আরজিকর রাজনীতির তুফান উঠেছে। দলমত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমেছিলেন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। মুখ্যমন্ত্রী নিজে পথে নেমে ফাঁসির দাবি জানিয়েছিলেন।

প্রথমে কলকাতা পুলিশ তদন্তে নামে পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই এর কাঁধে। আরজি করে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয় সঞ্জয় রায়। শিয়ালদা আদালতের বিচারক অপরাধীর আজীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য হাইকোর্টের দ্বারস্থ হয় অপরাধীর ফাঁসির দাবি নিয়ে। সেখানে হঠাৎ করে ভোলবদল ঘটে নির্যাতিতার পরিবারের। এই প্রসঙ্গ এদিন উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। বিরোধী রাজনৈতিক দলের প্যাচে পড়ে হঠাৎ ফাঁসির দাবি থেকে সরে এসেছে পরিবার এমন অভিযোগ ইতিমধ্যে উঠেছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন তোলেন কী চান?

Related Articles